ময়মনসিংহের ভালুকায় কৃষকদল নেতার বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৫ রাউন্ড গুলি ও বিদেশি পিস্তলসহ হাফিজ উদ্দিন সরকার নামে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তরের পরে আটককৃত ব্যক্তিকে ছেড়ে দেন ভালুকা মডেল থানার পুলিশ। পুলিশের ভূমিকা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১২ জুলাই) রাতে উপজেলার জীবনতলা গ্রামে হাফিজ উদ্দিনের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী, এ সময় হাফিজ উদ্দিনের ঘরের পিছন থেকে ৫ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল জব্দ করেন সেনাবাহিনী।
আটককৃত হাফিজ উদ্দিন সরকার, হবিরবাড়ি ইউনিয়নের কৃষক দলের সহসভাপতি ও জীবতলা গ্রামের মৃত নুরু মুন্সির ছেলে।
এ সময় কৃষকদল নেতা হাফিজ উদ্দিন সরকারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। পরে হাফিজ উদ্দিনকে রহস্যজনকভাবে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, দুই পাশে পুলিশ মাঝে হাফিজ উদ্দিন টেবিলে গুলি ও পিস্তলসহ আটকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল আমরা জানতে পারি। তবে এখন দেখছি সে বাসায় আছে। সে নির্দোষ হলে কেন তাকে আটক করা হয় এবং দোষী হলে কেন ছেড়ে দেওয়া হয়েছে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের খতিয়ে দেখা দরকার।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, সেনাবাহিনী অভিযান পরিচালনা করেন। ঘটনার রাতে হফিজ উদ্দিনের বাড়ি থেকে প্রায় ৪০ ফুট দূরে পলিথিনে মোড়ানো জংধরা একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে হাফিজ উদ্দিনকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই ঘটনায় মামলা হয়েছে।
কেকে/এএস