মানিকগঞ্জে ৯ বছরের এক শিশু মেয়ে ধর্ষণের মামলায় আনোয়ার হোসেন আনু নামের এক বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদানও করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দ্রমন ট্রাইব্যুনালের বিচারক এম.এ হামিদ আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
দণ্ডিত আনোয়ার হোসেন আনু যশোরের কতোয়ালী মডেল থানার ডাকাতিয়া এলাকার আব্দুর রহমান হাওলাদারের ছেলে। তিনি স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
এজাহারপত্র থেকে জানা যায়, ২০১২ সালের ১ সেপ্টেম্বর দিবাগত রাতে ঘরের ভেতরে ৯ বছরের শিশু মেয়েকে ধর্ষণ করে বাবা আনোয়ার হোসেন আনু। এ সময় শিশু মেয়ের আত্ম-চিৎকারে মায়ের ঘুম ভেঙে যায় এবং প্রতিবেশীকে ডাক চিৎকার করলে আসামি দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শিশুকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
পরে এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুর মা বাদী হয়ে আনোয়ার হোসেন আনুকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।
এরপর, মামলার তদন্তকারী ও মানিকগঞ্জ সদর থানার ওসি রকিবুজ্জামান তদন্ত শেষে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি, আনোয়ার হোসেন আনুকে অভিযুক্ত করে আদালতে চাজশিট জমা দেন। এরপর উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে এবং ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসামির উপস্থিতিতে মৃত্যুদণ্ডসহ ১ লাখ টাকা অর্থদণ্ড করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হুমায়ন কবির। আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় লিগ্যাল এইড আসামির পক্ষের মামলা পরিচালনা করেন।
কেকে/এমএস