বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপ রেখার ৩১ দফা বাস্তবায়নের প্রচার পত্র বিতরণ অনুষ্ঠানে নেতাকর্মীদের ঢল নেমেছে।
শনিবার (১২জুলাই) বিকালে জামপুর ইউনিয়নের মালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নেতাকর্মীদের এ ঢল নামে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীরা তালতলা বাজার থেকে শুরু করে বস্তল এলাকা পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রচারপত্র বিলি করেন।
সোনারগাঁ উপজেলা জাসাসের উদ্যোগে প্রচারপত্র বিলি অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি মো. আমির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. ইউসুফ সোহাগ, সিনিয়রসহ সভাপতি পনির হোসেন মিন্টু, সহসভাপতি আলমগীর হোসেন, সোলাইমান মিয়া, শাহিন মিয়া, বাচ্চু মিয়া, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান কামু, সালাউদ্দিন মিয়া, হাফিজুল ইসলাম, সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহসহ সোনারগাঁ উপজেলার অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এজে/এজে