সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      
রাজনীতি
অপরাজনীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে রুখে দাড়াতে হবে: নুর
আবুল কাশেম আযাদ, সাতকানিয়া (চট্টগ্রাম)
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৯:৫১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, চাঁদাবাজ, দখলবাজ দুর্নীতি দুঃশাসন ও অপরাজনীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে রুখে দাড়াতে হবে। একদল যাবে, আরেকদল দখল করবে। বাংলাদেশে এই অপরাজনীতির কবর রচনা করতে হবে। রাজনীতির এই সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না।

শনিবার (১২ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট হক টাওয়ার চত্বরে আয়োজিত পথ সভায় প্রথান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক বলেন, রাজধানীর মিটফোর্ডে যেই ব্যক্তিটা খুন হয়েছে তাকে কোন ছাত্র জনতা খুন করে নাই। তাকে চাঁদার জন্য খুন করেছে যুবদলের এক কর্মী। সে ভেবেছে দুয়েকটা খুন করে একটা ভয় সৃষ্টি করতে পারলে জেলে গেলেও যেন তার নামে চাঁদাবাজি চলে। এই ধরনের সন্ত্রাস নির্ভর রাজনীতি নব্বই পরবর্তী সময়ে এ দেশের জনগণ দেখেছিল।

তিনি আরও বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, যেভাবে বন্দুকের নলের সামনে দাড়িয়ে শেখ হাসিনার মত প্রভাবশালী দৈত্যকে ক্ষমতা থেকে হটিয়েছি, সেভাবে আগামীর বাংলাদেশেও যেন নতুন কোন দৈত্য দানব তৈরি হতে না পারে আমাদের জাগ্রত থাকতে হবে। চাঁদাবাজ, দখলবাজ দুর্নীতি দুঃশাসন ও অপরাজনীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে আমাদের রুখে দাড়াতে হবে। অন্যথায় জুলাইয়ের অভ্যুত্থানের স্বপ্ন অধরাই থেকে যাবে।

অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার আক্তার জামান সম্রাটের সঞ্চালনায় ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক গাজী সুফিয়ানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফারুক হাসান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক, আবু হানিফ, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আনিসুল রহমান মুন্না, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য কামনুর নাহার ডলি, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি (আসন ১৪) মনজুর মুরশেদ, শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুদর রহমান, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য প্রাইম কাদের (চকরিয়া পেকুয়া), চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ শাহেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. দিদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরজু, সাতকানিয়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাহির উদ্দিন নাবিল ও সাধারণ সম্পাদক আবু বক্কর, সাতকানিয়া উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি ওমর ফারুক, লোহাগাড়া উপজেলা সংগঠক ছাত্র যুব ও শ্রমিক গণঅধিকার পরিষদ মো. আলমগীরসহ সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলার নেতাকর্মীরা।

এজে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক
বিপর্যস্ত বাংলাদেশের সামনে দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা
ভাইরাল গরুচোর সবুজসহ গ্রেফতার ৫
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ
যখন জনগণ জানে না, তখন গণভোট অর্থহীন

সর্বাধিক পঠিত

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি
ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
ইমপোর্টার-এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close