নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চার ব্যক্তির পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা এ জরিমানা করেন।
সূত্র জানায়, অবৈধভাবে দক্ষিণ বাহাগিলী ডাঙ্গাপাড়া এলাকায় নদী থেকে কিছু বালুদস্যু শুক্রবার দিবাগত গভীর রাতের অন্ধকারে বালু উত্তোলন করছে। গোপন সংবাদের মাধ্যমে এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বালুসহ চারটি ট্রাক্টর আটক করে থানায় নিয়ে আসে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই চার ট্রাক্টর মালিকের প্রত্যেককে এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে মোট পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অর্থদণ্ড প্রাপ্তরা হল উত্তর বাহাগিলী ডাঙ্গাপাড়া গ্রামের লিমন ইসলাম (২০), একই গ্রামের আরিফুল ইসলাম, উত্তর বাহাগিলী খামাতপাড়া গ্রামের হাসান ইসলাম ও বাহাগিলী চেয়ারম্যানের হাট এলাকার জিহাদ।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা জানান, দক্ষিণ বাহাগিলী ডাঙ্গাপাড়া এলাকায় নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে চার ব্যক্তিকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বালু চুরি রোধে অভিযান অব্যাহত থাকবে।
কেকে/ এমএস