সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      
দেশজুড়ে
খানসামায় বিএনপির সমাবেশে হামলা, কর্নেল মোস্তাফিজসহ আহত ২৭
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৮:২১ এএম আপডেট: ১২.০৭.২০২৫ ৯:৩০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলায় বিএনপির শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে (অব.) কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি ও খানসামা উপজেলা বিএনপি'র ১ নং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরীসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। হামলাকারীরা ভাঙচুর করে শতাধিক মোটরসাইকেল এবং বাজারের দোকানপাট। আতঙ্কে বাজারজুড়ে ছড়িয়ে পড়ে চরম বিশৃঙ্খলা ও ভীতি।

প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতাদের ভাষ্য মতে, শুক্রবার (১১ জুলাই) দুপুরে কাচিনিয়া বাজারে কেন্দ্রীয় ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমানের অনুসারীরা একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। সমাবেশ চলাকালীন সময়েই বিএনপির অপর গ্রুপের নেতা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া এবং দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক,  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিনের নেতৃত্বে একদল  হামলা চালায়।

তাদের হাতে প্লাস্টিকের পাইপ, লাঠি, রড ও ইটপাটকেল ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হামলায়  বিএনপির মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী ও দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি ও খানসামা উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরীসহ অর্ধশতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন। তাদের অনেকেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার সময় বাজারজুড়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। হামলাকারীরা বাজারের দোকানপাটেও লাঠিচার্জ করে আতঙ্ক ছড়িয়ে দেয়। ব্যবসায়ীরা দোকান বন্ধ করে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যান। সাধারণ মানুষ দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। ভাঙচুর করা হয় শতাধিক মোটরসাইকেল।

এর আগে একই দিন দুপুরে জলিল শাহ্ নামে এক বিএনপি নেতার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। তাকে বিবস্ত্র করে লাঞ্ছিত করা হয় এবং বাধা দিতে গেলে সাবেক ইউপি সদস্য আশরাফ আলীর ওপরও হামলা হয়। তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয়দের অভিযোগ, ঘটনার সময় পুলিশ নীরব ভূমিকা পালন করে। কাচিনীয়া বাজার থানার কাছাকাছি হলেও কোনো আগাম নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় বিএনপির নেতারা এক বিবৃতিতে বলেছেন, একটি শান্তিপূর্ণ সমাবেশে এ ধরনের বর্বরোচিত হামলা গণতন্ত্রের চরম অপমান। আমরা এই ঘটনায় জড়িত আখতারুজ্জামান মিয়া ও রবিউল আলম তুহিনসহ সংশ্লিষ্টদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করতে হবে।

এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, সংঘর্ষের পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কোনো মামলা হয়নি, তবে তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বাগেরহাটে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন
ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল বরখাস্ত
শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক
বিপর্যস্ত বাংলাদেশের সামনে দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা

সর্বাধিক পঠিত

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি
ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close