শেরপুরের নালিতাবাড়ীতে একটি পিকআপ ভর্তি ২৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে র্যাব-১৪। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৭২ হাজার টাকা।
শুক্রবার (১১ জুলাই) সকালে উপজেলার পশ্চিম চাঁদগাও এলাকা থেকে ওই পিকআপ ও ভারতীয় মদ জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, নালিতাবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে একটি পিকআপে করে বিদেশি মদ ঢাকায় পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি দল সকাল সাড়ে ৭টার দিকে অভিযান চালায়। অভিযানে পশ্চিম চাঁদগাও এলাকার তিনানি-নন্নি গ্রামের পাকা রাস্তার পাশে র্যাব সদস্যরা অবস্থান নেন।
জব্দকৃত পিকআপ
র্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালকসহ অজ্ঞাতনামা মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র্যাবের টহল গাড়ি তাদের ধাওয়া করে এবং প্রায় ১০-১২ মিনিট পর পশ্চিম চাঁদগাও গ্রামের মো. মোফাজ্জল হোসেনের ভুসি দোকানের সামনে পিকআপটি ফেলে মাদক কারবারিরা পালিয়ে যায়।
পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে পিকআপটি তল্লাশি করে ২৬০ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদক এবং ব্যবহৃত পিকআপ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।