সিরাজগঞ্জের তাড়াশে পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে দেলবার হোসেন মহুরি (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের হাসান রোডনামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলচালক উপজেলার তালম ইউনিয়নের মানিকচাপড় গ্রামের অবের আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টায় দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের হাসান রোড হয়ে দেলবার হোসেন মহুরি তার নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বৃষ্টিতে রাস্তার ওপর নুয়ে পড়া একটি ইউক্যালিপটাস গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ সময় স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেন।
তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কেকে/এএস