বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী তামিমের ওপর নির্যাতন চালানো শিক্ষার্থীদের চিহ্নিত করে সুষ্ঠু বিচার ও জুলাইয়ে আহতদের গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন সম্মিলিত শিক্ষার্থী পরিষদ। একইসঙ্গে তারা কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে ছাত্র সংসদ নির্বাচনসহ মোট ৯ দফা দাবি তুলে ধরেন। এসব দাবি আদায় না হলে শিক্ষার্থীরা তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ক্যাম্পাসের হৃদয় বাংলাদেশ চত্ত্বরে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে আলা উদ্দিন আনাফ এসব দাবি তুলে ধরেন।
দাুব সমূহের মধ্যে রয়েছে- ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি শাখা শিক্ষার্থীদের জন্য আধুনিক ক্যাম্পাস স্থাপন, ক্যাম্পাসে সিসিটিভি স্থাপন ও রাতের বেলায় পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করে নিরাপত্তা জোরদার করা, বহিরাগত, মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে পুলিশ ফাঁড়ি স্থাপন, পর্যাপ্ত নিজস্ব বাস ও মাইক্রোবাস সার্ভিস চালু করে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করা, আবাসিক হল বৃদ্ধি ও ক্যাম্পাসের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন, সুপেয় পানি, ওয়াশরুম স্থাপন এবং আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, কলেজের সামাজিক ও সাংস্কৃতিক ৯টি সংগঠনের কার্যক্রম বৃদ্ধির লক্ষে কলেজ কর্তৃক ফান্ড গঠন কারা এবং আয় ব্যয়ের স্বচ্ছতা কলেজ ওয়েবসাইটে প্রকাশ করা।
আলা উদ্দিন আনাফ আরো বলেন, উল্লেখিত দাবি নিয়ে বহুবার কলেজ অধ্যক্ষসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। এতে কাজের কাজ কোন কিছুই হয়নি। আমরা তাদেরকে বলতে চাই আগামী দুই কার্য দিবসের মধ্যে নয় দাবির সুস্পষ্ট রোড ম্যাপ দিতে হবে এবং সে অনুসারে পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে হবে। এই ক্ষেত্রে কলেজ প্রশাসন যদি রোড ম্যাপ ও দাবি ব্যাস্তবায়নে কোন পদক্ষেপ গ্রহণ না করে, সে ক্ষেত্রে সকল শিক্ষার্থী মিলে তীব্র আন্দোলনের ডাক দেওয়া হবে।
এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঞা বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক তামিমসহ মোট ৮ জন ছাত্রের তালিকা আঞ্চলিক পরিচালকের মাধ্যমে পাঠানো হয়েছে। কি কারণে তার নাম আসেনি, সে বিষয়ে আমি বলতে পারছি না। ছাত্র সংসদ নির্বাচন সময় সাপেক্ষ বিষয়। যেখানে এখনো সরকারের পক্ষ থেকে কোনো নির্বাচন করতে পারেনি, সেখানে আমি কীভাবে করব? এছাড়া অন্যান্য দাবিগুলো জেনে পরবর্তীতে আপনাদের সঙ্গে কথা বলব।
কেকে/এজে