নাটোরে মোবাইল অ্যাপ ইমোর মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেবার অভিযোগে ১২জনকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (৯ জুলাই) ভোরে লালপুর উপজেলার বিলমাড়িয়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সেনাবাহিনী সুত্রে জানা যায়, ভোর পাঁচটার দিকে বিলমাড়িয়া এলাকায় সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে। অভিযানে মোবাইল অ্যাপ ইমো হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের ১২ জন সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে, তারা দীর্ঘদিন ধরে মোবাইল অ্যাপ ইমো হ্যাক করে টাকা হাতিয়ে নেয়াসহ একই অ্যাপের মাধ্যমে দেশি এবং প্রবাসীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে অশ্লীল ভিডিও ধারণ করে তাদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করে থাকে। সেই সাথে তারা কিশোর গ্যাং ও মাদকসেবী হিসেবেও এলাকায় চিহ্নিত।
অভিযানে ১৬টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১২টি বাটন মোবাইল, ৩০টি সিমকার্ড, ০১টি দেশীয় অস্ত্র, ৫ পিস ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়। পরে আটককৃতদের লালপুর থানায় হস্তান্তর করা হয়।
কেকে/ এমএস