কুষ্টিয়া কুমারখালীতে বড় ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) রাতে কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দেবর নাইম শেখ (১৭) এর বিরুদ্ধে কুমারখালী থানায় ধর্ষণ আইনে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে তাকে জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
আটক নাইম শেখ কসবা গ্ৰামের ইদ্রিস শেখের ছেলে। সোমবার রাতে ভুক্তভোগীর শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে। আজ সকাল ১০টার সময় আটক নাইম শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গৃহবধূর পরিবার ও মামলার সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক ও তার বড় ভাই একই বাড়িতে বসবাস করেন। সোমবার রাতে বড় ভাই বালুর নৌকায় কাজ করতে যান। রাত ১১টার দিকে ওই গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। এ সময় দেবর ভাবির ঘরে ঢুকে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেন।
এরপর গৃহবধূর স্বামী বাড়ি আসলে বিষয়টি অবগত করেন। পরে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হলে স্থানীয়রা আপস-মীমাংসা করার আশ্বাস দেন। এরপর মিথ্যা আশ্বাসকে উপেক্ষা করে ভুক্তভোগী তার বাবাকে সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুরে দেবরের বিরুদ্ধে মামলা করেন। ভুক্তভোগী এ ন্যক্কারজনক ঘটনায় দেবরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানন।
ভুক্তভোগী গৃহবধূ জানান, তার দেড় বছরের বাচ্চাকে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেছে। এর আগেও কয়েকবার এমন কাজ করেছে বলে জানান তিনি। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দুপুরে মামলা করেন। এরপর নাইমকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগীকে হেফাজতে নেওয়া হয়। বুধবার তাকে জেলা সদর হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই সঙ্গে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কেকে/এএস