টাঙ্গাইলের মধুপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করার অভিযোগে তিন খাবারের দোকানিকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড প্রদান করেছে মধুপুর উপজেলা প্রশাসন।
মধুপুর পৌর শহরের বিভিন্ন খাবারের দোকানে সোমবার (৭ জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন জানান, খাদ্য সংরক্ষণের অনুপযুক্ত পরিবেশ, অপরিচ্ছন্ন রান্নাঘর এবং খাবারে ঢাকনা না রাখাসহ একাধিক স্বাস্থ্যবিধি লঙ্ঘনের কারণে তিনটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরো বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে জনস্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে।
কেকে/এএস