ইসলামপুর উপজেলা ৪নং সাপধরী ইউনিয়নের কটাপুর বাজার, কোদালধোঁয়া থেকে রাজারপুর রায়েরপাড়া পর্যন্ত নদীটির দক্ষিণ পয়েন্টের যমুনা নদীর ভয়াবহ ভাঙন রোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টায় কটাপুর, কোদালধোঁয়া, রাজাপুর, রায়ের পাড়া ও জিগাতলা এলাকাবাসীর আয়োজনে ভাঙ্নকবলিত কোদালধোঁয়া ঘাটে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বকুল খান, মাসুদ মাস্টার, রহমান, শহিদ মণ্ডল, হামিদুল ইসলামসহ এলাকাবাসী বলেন, সাপধরী কটাপুর ভায়া কোদালধোঁয়া হয়ে আইড়মারী পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় যমুনার ভাঙ্ন তীব্র আকার ধারণ করেছে। নদীভাঙনে ঘরবাড়ি, ফসলিজমি নদী গর্ভে চলে যাচ্ছে।
ভাঙন রোধে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সাপধরী ইউনিয়নের কটাপুর, কোদালধোঁয়া, দক্ষিণ কোদালধোঁয়া, আইড়মারী, জিগাতলা, ভাংবাড়ীসহ ৫টি গ্রামের ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান, ২টি ঈদগাহ মাঠ, ব্রিজ-কালভার্টসহ ২০ হাজার মানুষের চলাচল, বসতবাড়ি, হাজার-হাজার একর ফসলিজমি নদী গর্ভে চলে যাবে।
তাই এলাকাবাসী ভাঙ্নরোধে ইসলামপুর উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের কাছে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কেকে/এএস