সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      
রাজনীতি
ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-১
জামায়াতের প্রার্থী চূড়ান্ত, বিএনপিতে একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠে সক্রিয়
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৮:০৭ পিএম

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে নির্বাচন ঘিরে রাজনীতির মাঠে এখন থেকেই সরব দেখা যাচ্ছে। এ আসনে জামায়াতে ইসলামীর সঙ্গে ভোটের মাঠে লড়াই করতে চায় বিএনপি। জামায়াত তাদের দাওয়াতি কাজের পাশাপাশি ভোটারদের কাছে ভোট চাইছে। ইতোমধ্যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একক প্রার্থী হিসেবে অধ্যাপক মো. মাজেদুর রহমানকে চূড়ান্ত করা হয়েছে। তিনি গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

অধ্যাপক মাজেদুর রহমান ইতোমধ্যে নিয়মিত হাট-বাজার, পাড়া-মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়েই প্রত্যন্ত অঞ্চলে ভোট চাচ্ছেন। প্রতিদিনের গণসংযোগে তার অবস্থান আরও শক্ত হচ্ছে বলে মনে করছেন অনেকে।

অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামাণিক, জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক ডা. খন্দকার মো. জিয়াউল ইসলাম জিয়া, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার প্রশাসক প্রয়াত আজিজার রহমান সরদারের ছেলে বিশিষ্ট সমাজসেবক মো. আরেফিন আজিজ সরদার সিন্টু, গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্নাহ ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাখাওয়াৎ হোসেন মিলন।

খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য এমপি প্রার্থীরা এখন মাঠে সক্রিয়ভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ ও সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামাণিক বিভিন্ন এলাকায় পথসভা ও মতবিনিময় করছেন। তবে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আহ্বায়ক কমিটি গঠনের পর এখনো পূর্ণাঙ্গ রূপ পায়নি। এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে।

অধ্যাপক ডা. খন্দকার মো. জিয়াউল ইসলাম জিয়া বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে সক্রিয়। তবে বর্তমানে তার মাঠমুখী তৎপরতা কিছুটা কমেছে। যদিও তৃণমূলে অনেকেই তাকে হেভিওয়েট প্রার্থী হিসেবে দেখছেন।

সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার প্রথম প্রশাসক প্রয়াত আজিজার রহমান সরদারের ছেলে আরেফিন আজিজ সরদার সিন্টুও মাঠে রয়েছেন। একজন উদীয়মান তরুণ সমাজসেবক হিসেবে তিনি নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং তরুণ ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি করছেন।

এছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাখাওয়াৎ হোসেন মিলন নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তাকে বিএনপির একজন ‘কলমযোদ্ধা’ হিসেবেও মূল্যায়ন করছেন অনেকে। তার পক্ষেও তৃণমূল পর্যায়ে মনোনয়নের দাবি জোরালো।

বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, জামায়াত যেখানে একক প্রার্থী নিয়েই নির্ভারভাবে মাঠে আছে, সেখানে বিএনপিতে এখনো সমন্বয়হীনতা ও অভ্যন্তরীণ বিভক্তি কাটেনি। সবমিলিয়ে বিএনপির মধ্যে ঐক্য না এলে এবং সময়মতো প্রার্থী নির্ধারণ না হলে এ আসনে জামায়াতই মাঠের লড়াইয়ে এগিয়ে থাকবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট অনেকেই।

উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক বলেন, আমি এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। ফ্যাসিস্ট শাসনের সময় বারবার মামলার শিকার হয়েছি, জেলও খেটেছি। দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলাম সবসময়। দল মনোনয়ন দিলে তাদের মূল্যায়নের সুযোগ পাবো।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাখাওয়াৎ হোসেন মিলন বলেন, আমি বিএনপির একজন কলমযোদ্ধা হিসেবে মাঠে আছি। দলীয় আদর্শ নিয়েই গণসংযোগ চালিয়ে যাচ্ছি। তৃণমূলের আস্থা ও ভালোবাসা নিয়েই নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি।

বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী আরেফিন আজিজ সরদার সিন্টু বলেন, সুন্দরগঞ্জ উপজেলাকে একটি আধুনিক, স্মার্ট ও বাসযোগ্য জনপদে রূপান্তর করাই আমার লক্ষ্য। রাজনীতি আমার কাছে দায়িত্ব ও জনগণের সেবা। আমি বিএনপির হয়ে নির্বাচন করতে প্রস্তুত, তবে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই কাজ করব ইনশাল্লাহ।

গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. মাজেদুর রহমান মাজেদ বলেন, দল আমাকে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। এর আগেও এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি। কিন্তু তখন জনগণ আমাকে ভোট দিতে পারেনি, দিনের ভোট রাতেই হয়ে গিয়েছিল। সেই হতাশা আমি এখনো ভোটারদের চোখে-মুখে দেখতে পাই।

তিনি আরো বলেন, আমি এই উপজেলার চেয়ারম্যান ছিলাম। আমার প্রতি এবং জামায়াতের প্রতি এখানকার মানুষের ভালোবাসা ও আস্থা রয়েছে। সারা দেশে সুন্দরগঞ্জ জামায়াত-শিবিরের ঘাঁটি হিসেবেই পরিচিত। যদি নির্বাচিত হই, তবে এই এলাকার মানুষের খাদেম হিসেবেই কাজ করে যেতে চাই।

উল্লেখ্য, গাইবান্ধা-১ আসনটি তিস্তা নদী বেষ্টিত সুন্দরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এতে একটি পৌরসভা ও পনেরটি ইউনিয়ন রয়েছে। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ৪৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪ হাজার ৪৭১ জন, নারী ২ লাখ ৯ হাজার ৫৭৫ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৩ জন। এবার নতুন করে ভোটার হয়েছেন ১৯ হাজার ৫৫৬ জন।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  জামায়াত   বিএনপি   মনোনয়ন প্রত্যাশী   প্রার্থী   ত্রয়োদশ সংসদ নির্বাচন   গাইবান্ধা-১  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বাগেরহাটে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন
ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল বরখাস্ত
শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক
বিপর্যস্ত বাংলাদেশের সামনে দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা

সর্বাধিক পঠিত

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি
ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close