হবিগঞ্জের বাহুবল উপজেলার মহাসড়কে কার্ভাটভ্যান ও হাইস গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে হাইস গাড়ির ড্রাইভার রোমান মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
রোববার (৬ জুলাই) দৌলতপুর নামক স্থানে সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান মিয়ার বাড়ি বাগেরহাটের ৩নং জলসা ইউনিয়নের মৃত আব্দুল সালামের ছেলে।
স্থানীয় সূত্রে ও পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার মহাসড়কের দৌলতপুর নামক স্থানে সকাল ৯ টার দিকে কার্ভাটভ্যান ও হাইস গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্থানীয় লোকজন ফায়ারসার্ভিস ষ্টেশনে খবরে দিলে ফায়ারসার্ভিস কর্মী ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। এসময় গাড়ির ড্রাইভারকে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ বিষয় জানতে চাইলে হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ শুভ রঞ্জন চাকমা জানান, লাশ পরিবারের লোকজন এসে নিয়ে যাবে, ঘটনাস্থলে আমরা কার্ভাটভ্যানটি পাই নাই, তবে হাইস গাড়িটি আমাদের হেফাজতে রয়েছে।
কেকে/ এমএস