চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে চিটাগুড়বাহী (মালবাহী) ট্রেনের লাইন চ্যুতির ঘটনায় টানা ৬ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) রাত ১০টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকারীর প্রচেষ্টায় প্রায় ৬ ঘন্টা বন্ধ থাকার পর রাত সাড়ে ১১টার দিকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বগি লাইনচ্যুতের পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন উথলী স্টেশন মাস্টার মিন্টু কুমার রায়।
এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় নকশিকাঁথা ট্রেন এবং খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন দুটি আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী সাধারণ। এমনি কি তারা বিকল্প উপায়ে গন্তব্যে পৌছানোরও চেষ্টা করে।
বিষয়টি নিশ্চিত করে উথলী স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বলেন, শুক্রবার মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ বাজার অভিমুখী চিটাগুড়বাহী ট্রেনটি বিকাল ৫টা ৩৮ মিনিটে উথলী রেলস্টেশনে প্রবেশ করে। পরে ক্রসিং শেষে ট্রেনটি লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশ করার সময় গার্ডব্রেকের একটি বগির পিছনের ৪টি চাকা লাইনচ্যুত হয়। পরে লাইনচ্যুত বগিটি রেখে বাকি ওয়াগনগুলো নিয়ে ট্রেনটি সন্ধ্যা ৬টার দিকে রওনা হয়।
তিনি আরো বলেন, ট্রেনটি লুপ লাইন থেকে মেইন লাইনে ওঠার সময় স্টেশনের আপ পয়েন্টের কাছে মালবাহী ওই ট্রেনের গার্ডব্রেকটি লাইনচ্যুত হয়। এর পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
তিনি বলেন, এতে উথলীর পার্শ্ববর্তী স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা ডাউন নকশিকাঁথা ট্রেন এবং খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছিল।
তিনি আরো বলেন, ঘটনার পরপরই বিষয়টি পাকশী বিভাগীয় কার্যালয়কে জানানো হয়। রাত ১০টার সময় ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজ শেষে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
উদ্ধারকারী দলের প্রধান পাকশী রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, রাত ১০টার সময় ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী দল উদ্ধার কার্যক্রম শেষ করে মালামাল গুছিয়ে চলে গেলে প্রায় টানা ৬ঘন্টা ট্রেন বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এটি নিছক দুর্ঘটনা কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কেকে/এআর