চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজভিলা এলাকায় অভিযান চালিয়ে ১৫২ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে নজির মেম্বারের ইটভাটার সামনে পরিত্যক্ত একটি টিনের ঘরে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন—বান্দরবান সদরের টংকাবতী লতাছড়ি পাড়া ৭নং ওয়ার্ডের মৃত সিদ্দিক আহমদের ছেলে হাবিবুল্লাহ (৫৫) এবং একই ওয়ার্ডের ত্রিপুরা পাড়ার জহন্য ত্রিপুরার ছেলে জয় ত্রিপুরা (২৩)।
লোহাগাড়ায় কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ওলিদ বিন মওদুদের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জব্দ করা হয় বিপুল পরিমাণ দেশীয় তৈরি মদ। আটক দুই ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে মাদকসেবীদের কাছে মদ বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
অভিযানের বিষয়ে ক্যাপ্টেন ওলিদ বিন মওদুদ বলেন, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। দেশ ও জনগণের স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কেকে/এএম