কুমিল্লার মুরাদনগর উপজেলার ইউসুফনগর গ্রামে নিখোঁজের একদিন পর মাটিচাপা অবস্থায় মনির মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার মনির মিয়ার নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে মনিরের ছোট ভাইয়ের স্ত্রীর ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের মেঝে খুঁড়ে চটের বস্তায় মোড়ানো অবস্থায় মাটিচাপা লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মনির মিয়া পেশায় একজন দিনমজুর ছিলেন এবং তিনি প্রায়ই ছোট ভাইয়ের বাড়িতে যাতায়াত করতেন। তবে সম্প্রতি পারিবারিক বিরোধের জেরে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয় বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের সদস্যরা দাবি করেছেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। নিহতের ছোট ভাই ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।
কেকে/এএম