এইচএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় সারা দেশে ২৫ হাজার ৬৪৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পাশাপাশি অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৯৩ জনকে।
বৃহস্পতিবার (৩ জুলাই) পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি এসব তথ্য জানায়।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি (আবশ্যিক) ২য়পত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১০ লাখ ১১ হাজার ১৫ জনের। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৯ লাখ ৯২ হাজার ১০১ জন। অনুপস্থিত ছিল ১৮ হাজার ৯১৪ জন, যা ১ দশমিক ৮৭ শতাংশ।
অনুপস্থিত পরীক্ষার্থীদের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি (আবশ্যিক) ২য়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০ লাখ ১১ হাজার ১৫ পরীক্ষার্থীর মধ্যে ৯ লাখ ৯২ হাজার ১০১ জন পরীক্ষায় অংশ নেন এবং ১৮ হাজার ৯১৪ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ৮৭ শতাংশ। এর মধ্যে ঢাকা বোর্ডে ৪ হাজার ৪৮৪, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৬৪৩, রাজশাহী বোর্ডে ২ হাজার ৫৯১, বরিশাল বোর্ডে ১ হাজার ৩৬২, সিলেট বোর্ডে ৯৬৫, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৭৯৫, কুমিল্লা বোর্ডে ২ হাজার ২২৫, ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৩৩৬ ও যশোর বোর্ডে ২ হাজার ৬২৩ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমের চতুর্থ দিনে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় ৮৪ হাজার ১৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৯ হাজার ৪৪৩ জন অংশ নেন। ৪ হাজার ৭০০ জন অনুপস্থিত ছিলেন, যা মোট পরীক্ষার্থীর ৫.৫৯ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডের কারিগরি বোর্ডের অধীনে বিভিন্ন বিষয়ের পরীক্ষায় ১ লাখ ১ হাজার ৩৯৭ পরীক্ষার্থীর মধ্যে ৯৯ হাজার ৩৬৬ জন অংশ নেন। ২ হাজার ৩১ জন অনুপস্থিত ছিলেন, অনুপস্থিতির হার ছিল ২ শতাংশ।
মাদ্রাসা বোর্ডে আলিমের বাংলা দ্বিতীয়পত্র, কারিগরি শিক্ষা বোর্ডে বিএম ও বিএমটির দ্বাদশ শ্রেণিতে বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন, একাদশ শ্রেণিতে ব্যবসায় গণিত ও পরিসংখ্যান; ভোকেশনালের দ্বাদশ শ্রেণিতে পদার্থবিজ্ঞান-২, একাদশ শ্রেণিতে পদার্থবিজ্ঞান-১; এবং ডিপ্লোমা ইন কমার্সের দ্বাদশ শ্রেণিতে বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন, একাদশ শ্রেণিতে হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কেকে/এএম