শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      
দেশজুড়ে
গণতন্ত্রে সংবাদ মাধ্যম ও মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: নায়াব ইউসুফ
সনত চক্র বর্ত্তী, ফরিদপুর
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১০:৫৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় দৈনিক কালের কন্ঠের মাল্টিমিডিয়ার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ফরিদপুরে কেক কাটেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী কন্যা চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বলেন, গণতন্ত্রে সংবাদ মাধ্যম ও মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বিকাল সাড়ে ৫টায় ফরিদপুর প্রেসক্লাবের ‌ সাংবাদিক অ্যাডভোকেট ‌শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে ‌প্রেসক্লাবের সহ-সভাপতি ‌আশরাফুজ্জামান দুলালের সভাপতিত্বে ‌কেক কাটার পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য নায়াব ইউসুফ বলেন, ৫ আগস্টের  পট পরিবর্তনের পর ‌সাংবাদিকরা এখন স্বাধীনভাবে লিখতে পারছেন। 

তিনি বলেন, গত বছর এই সময় আপনারা আমরা একটা যুদ্ধের মধ্যে যাচ্ছিলাম।  অনেক মানুষ গুম, নিহত আহত হয়েছিল। যেটা আপনার লিখতে পারছিলেন না। এখন আপনারা লিখতে পারছেন। 

বর্তমানে গণমাধ্যম স্বাধীন উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রে সংবাদ মাধ্যম ও মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দরকার একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার ১২ নম্বরে গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন মত প্রকাশের কথা বলেছেন। 

বিএনপি সরকার সবসময় সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, ইনশা-আল্লাহ বিএনপি ক্ষমতায় আসার পর গণমাধ্যমের জন্য কমিশন গঠন কাজ করা হবে।  তাই আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন।

তিনি বলেন, সাধারণ মানুষ যাতে সঠিক তথ্য পায় ‌সে ব্যাপারে গণমাধ্যমের অগ্রণী ভূমিকা পালন করা দরকার। কালের কন্ঠ মাল্টিমিডিয়া সঠিক তথ্য তুলে অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি কালের কণ্ঠের সফলতা কামণা করেন।‌ আগামী দিনের সফলতা কামণা করেন।

ফরিদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মফিজুর রহমান শিপনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, ফরিদপুর জেলা মহিলা দলের সভাপতি নাজরীন রহমান ও ফরিদপুর প্রেসক্লাবের ‌সদস্য হারুন আনসারী তালুকদার প্রমুখ। 

এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী রঞ্জন, কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল ইসলাম, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হোসেন শিথিল, জেলা ছাত্রদলের সভাপতি ‌ সৈয়দ আদনান হোসেন অনুসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন ‌প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ‌সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফের পিএস বিতর্কে আসিফ
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই
কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close