রংপুরের কাউনিয়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আরপিএমপি রংপুর কোতোয়ালি থানার উত্তর বাবুখাঁ গ্রামের ইয়াকুব আলীর ছেলে মজনু ইসলাম (৩৬) এবং জুম্মাপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৩৫)।
গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (৩০ জুন) রাত সোয়া ১১টায় এসআই সাহানুর সঙ্গীয় ফোর্স উপজেলার হলদিবাড়ি রেলগেটসংলগ্ন জনৈক ওয়াদুদের দোকানের সামনে আরকে রোডের ওপরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৫ বোতল নিষিদ্ধ মাদক ফেনসিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ তাদের হাতেনাতে আটক করে।
কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, লালমনিরহাট থেকে রংপুর অভিমুখে মোটরসাইকেল যোগে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহনকালে দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কেকে/এএস