সিরাজদিখানে ৩০ লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেফতার ২
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৮:৪৯ পিএম

রাজধানী ঢাকার দারুস সালাম ও সিরাজগঞ্জের সলঙ্গা থেকে পৃথক অভিযানে ৩০ লাখ টাকা ছিনতাই মামলার দুই পলাতক ডাকাতকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ নভেম্বর ২০২৪ তারিখ দুপুরে রাজধানীর নয়াবাজার থেকে আব্দুল্লাপুর পরিবহনের একটি মিনিবাসে করে নিজ বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেন মো. রানা তালুকদার লালন (৪৫)। দুপুর ২টা ১০ মিনিটে সিরাজদিখান উপজেলার দ্বিতীয় ধলেশ্বরী সেতু এলাকায় পৌঁছালে র্যাবের পোশাক পরা ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল সাদা রঙের হাইয়েস মাইক্রোবাসে এসে মিনিবাসের গতি রোধ করে।
ডাকাতরা ভুক্তভোগীকে হাতকড়া পরিয়ে জোরপূর্বক তাদের গাড়িতে তুলে নেয় এবং তার কাছে থাকা ৩০ লাখ ১১ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাকে চোখ-মুখ বেঁধে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন সোনাখালী এলাকায় ফেলে রেখে ডাকাতরা পালিয়ে যায়।
পরে ভুক্তভোগী নিজেই মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১০ গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর দারুস সালাম থানাধীন টেকনিক্যাল মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রথম আসামি মো. সাইফুল ইসলামকে (৪৪) গ্রেফতার করে। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার বাসিন্দা।
অন্যদিকে একই দিন রাত সাড়ে ১০টায় র্যাব-১২ এর সহায়তায় দ্বিতীয় আসামি ইউসুফ কাজীকে (৫৫) সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্তর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ইউসুফ কাজীর বাড়ি উল্লাপাড়ার নতুন চাঁদপুর গ্রামে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তদন্তে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদেরও শনাক্ত ও গ্রেফতারের প্রচেষ্টা চলছে।
কেকে/এএম