ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বালুয়াকান্দি বাস স্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছে।
রোববার ( ২৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বালুয়াকান্দি বাস স্ট্যান্ড এ ঘটনা ঘটে।
নিহতের নাম জয়নাল মিস্ত্রি (৬৫)। তিনি গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের মৃত কালু মিস্ত্রির ছেলে বলে জানা যায়।
ঘটনার কতক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বালুয়াকান্দি বাস স্ট্যান্ড এলাকা দিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় ঢাকা থেকে কুমিল্লাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা খোকন বলেন, এয়ারপোর্ট থেকে যাত্রী নিয়ে দুটি মাইক্রোবাস কুমিল্লার দিকে যাচ্ছিল। মাইক্রোবাস দুটি ওভার স্পিডে চলছিল। জয়নাল মিস্ত্রি রাস্তার পার হওয়ার সময় একটি মাইক্রোবাস থাকে ধাক্কা দেয়। পেছনে থাকা আরেকটি মাইক্রোবাস ঘাতক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। আমার ধারণা মাইক্রোবাস দুটি যাত্রাপথে প্রতিযোগিতা করছিল। অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, এরকম একটি খবর আমিও পেয়েছি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কেকে/এএম