ঢাকা উত্তরায় মব সৃষ্টি করে হোটেল মিলিনায় জোরপূর্বক দখলের সময় ৯ জনকে আটক করেছে র্যাব-১।
রোববার (২৯ জুন) সকাল ১০ টায় মেজর আহনাছ জানান, ঘটনাস্থল থেকে ৯ জনকে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা প্রদান এবং মব সৃষ্টির দায়ে আটক করা হয়।
তিনি বলেন, গতকাল শনিবার বিকালে হোটেল মিলিনায় শফিক মোল্লা নামক একজন ব্যক্তির নেতৃত্বে হোটেল মালিক আনোয়ার হোসেন এর সাথে পূর্বের ব্যবসায়িক সুত্র ধরে একটি মব সৃষ্টি করে। মবটিতে ১০ টি মোটরসাইকেলে করে প্রায় ২৪জন সদস্য জোরপূর্বক দখল করতে আসে। মব দেখে র্যাব-১ এর গোয়েন্দা সদস্য দূর থেকে ছবি ধারণ করে। ছবি ধারণ এর সময় মব সৃষ্টিকারীরা র্যাব সদস্যদের ঘেরাও করে এবং ছবি তুলতে বাধা প্রদান করে। বর্ণিত ঘটনার পর র্যাব-১, উত্তরা, ঢাকা এর টহল ওই স্থানে গমন করে এবং একইসাথে উত্তরা পূর্ব থানা টহল উপস্থিত হয়ে মব নিয়ন্ত্রণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলো সাজ্জাদ হোসেন (২৮), শফিক মোল্লা (৩০), আরিফুল ইসলাম (৩০), তন্ময় হোসেন শাওন (২৭), রবিউল ইসলাম (২৫), আনোয়ার হোসেন আশিক (২৭), সাইফুল ইসলাম সাগর (২৭), জালাল খাঁন (৩০), আমির (২১)।
মেজর আহনাছ জানান, গ্রেফতারকৃত আসামীদের নামে মামলা দায়ের করে তাদেরকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।
কেকে/এআর