প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৮:২৬ পিএম

বিদ্যুৎস্পৃষ্টর প্রতিকি ছবি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বেগমানপুর গ্রামে ডিশ অ্যানটেনার সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত দাস (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। দীপ্ত দাস ওই উপজেলার নূরপুর গ্রামের প্রয়াত ইরেশ দাসের ছেলে। সে পাশের জুড়ী উপজেলার ভূঁয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তিন ভাইয়ের মধ্যে সে সবার ছোট।
এলাকাবাসী জানান, দীপ্ত তার কাকাতো ভাই সহপাঠী আকাশ দাসকে নিয়ে প্রতিবেশী শিক্ষক দেবব্রত দাসের বাড়ির টিনের চালায় উঠে ডিশ অ্যানটেনার সংযোগ ঠিক করছিল। চালার সামান্য ওপরে পল্লী বিদ্যুতের একটি লাইন টানানো ছিল। কাজের একপর্যায়ে আকাশ নিচে নেমে চিৎকার করতে থাকে। পরিবারের লোকজন গিয়ে দেখেন, দীপ্ত বিদ্যুৎ লাইনে জড়িয়ে আছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বিমল কান্তি দাস বেলা দুপুরে জানান, ‘বিদ্যুৎস্পৃষ্টে দীপ্ত দাস মারা গেছে। খবর শুনে আমি হাসপাতালে ছুটে গেছি। সেখানে কুলাউড়া থানার পুলিশও গিয়েছে।
শিক্ষক দেবব্রত দাস বলেন, মাঝেমধ্যে অ্যানটেনার সংকেতে ত্রুটি হয়। দীপ্ত প্রায়ই চালায় উঠে সংকেতের সংযোগ ঠিকঠাক করে দিত। হঠাৎ দুর্ঘটনা ঘটে গেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম আপছার বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/ এমএস