বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখলকৃত তুমব্রু রাইট ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় মাইন বিস্ফোরণে একজন রোহিঙ্গা গুরুতর আহত হয়েছে। আহত রোহিঙ্গা কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালং ক্যাম্প ২ ইস্ট, ব্লক বি-১ এর এজাহের হোসেনের ছেলে মো ইউনুস।
সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৯ টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ২নং ওয়ার্ড এর তুমব্রু সীমান্ত এলাকায় কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি’র অধীনস্থ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৪ থেকে আনুমানিক ২০০ মিটার দক্ষিণ দিকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখলকৃত তুমব্রু রাইট ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ১টি মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এ মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক মো. ইউনুসের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়, আরো জানা যায় এ রোহিঙ্গা বাংলাদেশ থেকে চোরাই পথে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে মিয়ানমারে যাচ্ছিল।
পরবর্তীতে স্থানীয়রা আহতকে উদ্ধার করে কক্সবাজার জেলার উখিয়ার এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসরুরুল হক মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিক আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
কেকে/এজে