গাজীপুরের টঙ্গীতে অর্পন (২১) নামে এক যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে আলোচিত কিশোর গ্যাং যুবরাজ গ্রুপের বিরুদ্ধে।
বুধবার (২৫ জুন) রাতে টঙ্গী বাজার গরুহাটা এলাকায় এই ঘটনা ঘটে।
এসময় তার কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। এই ঘটনায় টঙ্গী পূর্ব থানায় চারজনকে অভিযুক্ত করে ও অজ্ঞাতনামা ৮/১০ জনের নামে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী যুবক। আহত অর্পন মধ্য আরিচপুর তিন তলা মসজিদ এলাকার আলমগীর হোসেনের ছেলে।
অভিযোগ সুত্রে জানা যায়, বুধবার রাতে টঙ্গীবাজার গরুহাটা এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন যুবরাজ। এসময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল যুবক অর্পণ। একপর্যায়ে বেপরোয়া মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে আহত হন তিনি। পরে যুবরাজের কাছে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় যুবরাজ ও তার দলবল মিলে অর্পনকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা। এতে তার হাতের বেশকিছু অংশ কেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযুক্ত যুবরাজ তার সাঙ্গপাঙ্গ নিয়ে টঙ্গী বাজার নদীর পার এলাকায় আড্ডা দেওয়ার নামে সাধারণ পথচারী ও স্কুল ফেরত ছাত্রীদের উত্যক্ত করেন। তাদের সাথে আড্ডা দেওয়া বেশ কয়েকজন আব্দুল্লাহপুর, টঙ্গী বাজার, গরুহাটা এলাকায় চুরি ছিনতাই, ফিটিংবাজীতে জড়িত। সন্ধ্যার পর বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এলাকার ভিতর আতঙ্ক সৃষ্টি করেন। কেউ প্রতিবাদ করলে তাদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, এঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/ এমএস