মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুই সীমান্ত দিয়ে গতকাল বৃহস্পতিবার শিশু ও নারীসহ ২৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (২৬ জুন) ভোর ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে ৬ পুরুষ, ৯ নারী ও ৪ জন শিশুকে বাংলাদেশে পাঠানো হয়। এই ১৯জন বাংলাদেশী নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করে জাম্বুরাছড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান নেয়। পরে ৯৯৯ এ খবর পেয়ে ১৯ জনকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে শ্রীমঙ্গল থানার পুলিশ।
পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিরা হলেন—মো. বিল্লাল (৫১), মরিয়ম (১৪), মো. মিলন শেখ (৩৫), মোছা. মুসলিমা খাতুন (৩০), শেফালী ইঞ্জিন মোস্ত্রা (৩৫), স্বর্না (১৫), আমির মোস্ত্রা (১৪), রিমা খাতুন (২৭), মো. আলী মিয়া (৬০), রহিমা খাতুন (৪৫), মোছা. রুপালী বেগম (৩৫), শাহানারা খাতুন (৫০), আনোয়ার হোসেন (৪৫), কুলসুমা খাতুন (৪৫), মো. হযরত (১০), নুর হোসেন (১২), খোরশেদ আলম (৩১), তাসলিমা খাতুন (৩৫)।
পুলিশী হেফাজতে থাকা ১৯ জন বাংলাদেশের শরীয়তপুর, যশোর, সাতক্ষীরা, নড়াইল, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার নাগরিক বলে জানিয়েছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে পুলিশ হেফাজতে আনা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাই, গুজরাট ও বেঙ্গালুরু অঞ্চলে বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন। কেউ গৃহকর্মী, কেউ নির্মাণশ্রমিক, কেউবা রেস্তোরা বা কারখানায় কর্মরত ছিলেন। তাদের নাম ঠিকানা যাচাই কওে পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। এখন পর্যন্ত অনেকের পরিবারের সাথে মুঠোফোনে যোগাযোগ হয়েছে। তাদের সকলের পরিচয় নিশ্চিতের পর যাচাই-বাচাই করে পরবর্তী পদক্ষেপ শেষে
পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে কমলগঞ্জর উপজেলার মাধবপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বিওপির আওতাধীন ধলই সীমান্ত এলাকা থেকে বিএসএফ কর্তৃক পুশইন করা ৬ বাংলাদেশী নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট থানার হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি। তথ্যটি নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজ কবির বলেন, শুনেছি ধলই সীমান্ত দিয়ে বিএসএফ ৬ জনকে পুশইন করেছে। তাদেরকে বিজিবি আটক করেছে। এখনো আমাদের কাছে হস্তান্তর করেনি। এর আগে সর্বশেষ গত ২৩ জুন বড়লেখা উপজেলা সীমান্তে ১৬ জনকে আটক করে বিজিবি। বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য মতে, মৌলভীবাজার জেলায় অদ্যাবধি বিজিবি ও পুলিশ কর্তৃক মোট ৬৮৬ জনকে আটক করা হয়েছে। ইতোমধ্যে ৬৬১ জনকে বিভিন্ন থানায় হস্তান্তর করা হয়েছে।
কেকে/এএম