নেত্রকোণার মদনে বিশ্ব পরিবেশ দিবস- ২০২৫ উপলক্ষ্যে এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময়’ পরিবেশ রক্ষায় ও জলবায়ু সচেতনতায় বিশ্বজুড়ে এ দিবসটি পালন করা হয়।
বুধবার (২৫ জুন) সকালে মদন পৌর সভার ৭নং ওয়ার্ডে ময়লার ভাগার পরিষ্কার পরিচ্ছনতার মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক অলিদুজ্জামান বিশ্ব পরিবেশ দিবসটির উদ্বোধন করেন।
পরে উপজেলা পরিষদ থেকে এক শোভযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন পাবলিক হল রুমে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, পৌর সচিব জাহাঙ্গীর আলম, গণমাধ্যমকর্মী মো. মোশাররফ হোসেন, (বাবুল) মো. নিজাম উদ্দিন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।
কেকে/এএস