মানিকগঞ্জের ঘিওরে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে বিএনপির কর্মী হিসেবে প্রচার করা হলেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে উপজেলা বিএনপি।
জানা যায়, মঙ্গলবার (২৪ জুন) রাত ৯টার দিকে ঘিওর উপজেলার থানা রোডের মানিক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারে ঢুকে ব্যবসায়ী ও প্রতিষ্ঠানটির মালিক আলী আজম মানিককে অকথ্য ভাষায় গালাগাল এবং দাড়ি ধরে টানাটানি করেন এক ব্যক্তি। ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অভিযুক্ত নাসিম ভূঁইয়াকে বিএনপির কর্মী বলে উল্লেখ করে কয়েকটি গণমাধ্যম ও ফেসবুক পোস্টে দাবি করা হয়।
তবে মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মো. ওয়াজেদ আলী (মিস্টার) এ দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসিম ভূঁইয়া বিএনপির কোনো পর্যায়ের—ইউনিয়ন, ওয়ার্ড কিংবা অঙ্গসংগঠনের—সদস্য নন। তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিএনপিকে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে।
বিএনপি নেতারা বিজ্ঞপ্তিতে আরো বলেন, এই ঘটনার সঙ্গে ধর্মীয় অনুভূতিও জড়িত, কারণ দাঁড়ি ধরে টানাহেঁচড়া করা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
কেকে/এআর