লালমনিরহাটের আদিতমারীতে ৫০ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ী ও তার সহযোগী ইজিবাইক চালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) আদিতমারী থানার ওসি আলী আকবর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বটতলা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, বোরকা পরিহিত আয়না খাতুন (৩০) এবং তার সহযোগী ইজিবাইক চালক।
পু্লিশ ও স্থানীয়রা জানান, সোমবার আদিতমারী থানা পুলিশের এসআই আহসান হাবীবের নেতৃত্বে দুর্গাপুর ইউনিয়নের বটতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দ্রুত গতিতে যাওয়া একটি অটোরিকশাকে সন্দেহ হলে ধাওয়া করে তল্লাশি চালায়। পরে ওই অটো রিক্সা থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। ওই সময় বোরখা পড়া নারীসহ অটোরিকশা চালককে আটক করে পুলিশ।
ওসি জানান, আজ দুপুরে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের নামে মাদকদ্রব্য আইনের মামলা করা হয়।
কেকে/ এমএস