নোয়াখালীর চাটখিলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় তৈরি একটি পিস্তল, ৩০৩ রাইফেলের সাত রাউন্ড গুলি, সাত রাউন্ড ১২ বোর রাবার বুলেট এবং একটি চাপাতি দা উদ্ধার করা হয়েছে। অভিযানে আটককৃত জাতীয়তাবাদী যুবদলের ইউনিয়ন সভাপতি জাহিদুল ইসলাম রুবেল (৩৮) কে আটক করা হয়।
মঙ্গলবার (২৪ জুন) ভোরে উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের সাতের দীঘির দক্ষিণ পাড়ে এ অভিযান চালানো হয়।
চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে, এসআই মো. আমিনুল ইসলাম পাটোয়ারী ও সঙ্গীয় ফোর্সের সঙ্গে সেনাবাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করে।
রুবেলের নিজ ঘরের জানালার সানশেড থেকে উদ্ধার করা হয় ১টি দেশীয় তৈরি পিস্তল (৩০৩ রাইফেলের গুলি ব্যবহারযোগ্য), ৩০৩ রাইফেলের ৭ রাউন্ড গুলি, ১২ বোর রাবার বুলেট ৭ রাউন্ড, ১টি লোহার তৈরি পুরাতন চাপাতি দা (১৫ ইঞ্চি)।
রুবেল নিজ হাতে এসব অস্ত্র ও গুলি বের করে দিলে তা সাক্ষীদের সামনে জব্দ করা হয়। তার বিরুদ্ধে চাটখিল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। নোয়াখালী জেলা পুলিশ জানায়, অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চলবে।
কেকে/ এমএস