“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা ।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১ টায় বাঞ্ছারামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের, আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি কার্যালয় চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে কৃষি কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শেষে উপজেলা কৃষি কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, অফিসার্স ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী সহ অনেকে। পরে কৃষি অফিসের পক্ষ থেকে মেলায় আগত অনেকের মাঝে বিভিন্ন ফলের চারা গাছ বিতরণ করা হয়।
উল্লেখ্য, কৃষি মেলায় মোট ১০টি স্টল ঠাঁই পায়। সেখানে ফলজ, বনজ, কৃষিসহ কৃষিজ যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।
কেকে/এজে