বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, সময়মতো নির্বাচন না হলে রাজপথের সিদ্ধান্ত রাজপথেই নেওয়া হবে।
সোমবার (২৩ জুন) দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণ এবং দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আস্থা রেখে তাকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছে। তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। তবে যদি এই সময়সীমা অতিক্রম করে প্রক্রিয়াটি প্রলম্বিত করা হয়, তাহলে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে নামব। তখন রাজপথের সিদ্ধান্ত রাজপথেই হবে।
নিপুণ রায় আরো বলেন, আমরা সবসময়ই নির্বাচনের জন্য প্রস্তুত। পেশিশক্তি ও কেন্দ্র দখলের মাধ্যমে নয়, জনগণের ভোটেই জয়ের আশা করি। জনগণ আমাদের প্রতি আস্থা রাখে, ভালোবাসে। সেই বিশ্বাসের জায়গা থেকেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নিয়ে সব গণতান্ত্রিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। সে সরকারের নেতৃত্ব দেবেন দেশের ভবিষ্যৎ নেতা তারেক রহমান।
এসময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, হাজী আলী হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আসলাম, শুভাঢ্যা ইউনিয়ন যুবদলের ১ নম্বর ইউনিট সভাপতি ইমতিয়াজ আহমেদ শাকিল, যুবদল নেতা মোহাম্মদ আলীমসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/এজে