চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রামদাশপুর এলাকা থেকে সেনাবাহিনী ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ বর্তমানে মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, চলমান সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৩ জুন (২২ জুন দিবাগত রাত) রাত ১২টা ১০ মিনিটে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মতলব উত্তর উপজেলার ১২নং ফরাজীকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের রামদাশপুর এলাকার ওয়াবদা ক্যানেলের পাশ থেকে একটি স্যানেটারি রিংয়ের ভিতরে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র- একটি ৯ এমএম বিদেশি পিস্তল (দৈর্ঘ্য অনুমান ৬ ইঞ্চি), একটি ম্যাগাজিন (দৈর্ঘ্য অনুমান ৪ ইঞ্চি), একটি রাউন্ড তাজা গুলি।
অভিযানে অংশগ্রহণকারী সেনাবাহিনী ও ডিবি পুলিশের সদস্যরা জানান, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং সংশ্লিষ্টদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, চাঁদপুর জেলায় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান চলছে। এই অভিযানের মাধ্যমে ইতোমধ্যেই বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এজে