বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার লেম্বুছড়িতে অভিযান চালিয়ে ২টি দেশীয় একনালা বন্দুক এবং ৩টি শর্টগান উদ্ধার করেছে বিজিবি।
বিজিবির সুত্রে জানা যায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার লেম্বুছড়িতে সীমান্তবর্তী লেমুতলী পাহাড়ি জঙ্গলাকীর্ণ চেয়ারম্যান ভাঙ্গা নামক স্থানে শাহীন ডাকাতের আস্তানায় বিশেষ অস্ত্র বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির সদস্যরা , এ সময় ২টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি শর্টগান উদ্ধার করেছে বিজিবি।
সুত্রে আরো জানা যায়, রোববার (২২জুন) রাত সাড়ে ৯টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়কের দিক নির্দেশনায় অধীনস্থ লেম্বুছড়ি বিওপি’র বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৫০ হতে আনুমানিক ৪ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে লেম্বুছড়ি পাহাড়ী জঙ্গলাকীর্ণ এলাকার চেয়ারম্যান ভাঙ্গা নামক স্থান থেকে চোরাচালান প্রতিরোধে শাহিন ডাকাতের আস্তানায় এক অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মালিকবিহীন দেশীয় ২টি একনালা বন্দুক এবং ৩টি শর্টগান উদ্ধার করতে সক্ষম হয়। অভিযানে দুষ্কৃতিকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অভিযান চলমান থাকবে বলে জানায় বিজিবি।
বিজিবি জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো.শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্রসমূহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এআর