ইসরায়েল পৃথিবীর শান্তি ও মানবতা ধ্বংস করছে এমন মন্তব্য করে মুসলিম বিশ্বকে আসন্ন মহাযুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান
শনিবার (২১ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।
বিবৃতিতে হেফাজতে ইসলাম বলেন, ‘মুসলিম বিশ্বের ওপর বারবার যুদ্ধ চাপিয়ে দেয়া হচ্ছে। আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানকে যুদ্ধে নামতে বাধ্য করেছে। আজ ইরানকে দমন করার চেষ্টা চলছে, কাল একই পরিণতি ঘটতে পারে অন্য কোনো প্রভাবশালী মুসলিম দেশের ক্ষেত্রে।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘ইসরায়েলের ধ্বংসের সঙ্গে সঙ্গে সাম্রাজ্যবাদী শক্তির পতনও অনিবার্য। ইসরায়েল একা নয়, এর পেছনে রয়েছে আমেরিকা ও ইউরোপের মোড়ল রাষ্ট্রগুলো। বিশ্ব এক ভয়াবহ মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে মুসলিম বিশ্বকে ভোগবাদ ও উদাসীনতা ত্যাগ করে, ঐক্যবদ্ধভাবে আধুনিক যুদ্ধকৌশল ও জ্ঞান-বিজ্ঞান অর্জনের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে।’
ফিলিস্তিন প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েল যখন ফিলিস্তিনে গণহত্যা চালায়, তখন কথিত মানবতার ধারক আমেরিকা চুপ থাকে। আর যখন ইসরায়েল সামান্য প্রতিরোধের মুখে পড়ে, তখনই জেগে ওঠে ইউরোপ-আমেরিকা। তারা কখনো শান্তি আনেনি, বরং বিশ্বজুড়ে যুদ্ধ আর ধ্বংস ডেকে এনেছে।’
বিবৃতিতে মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি ঐক্য ও আত্মনির্ভরতার আহ্বান জানিয়ে বলা হয়, ‘ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের যে ষড়যন্ত্র চলছে, তা প্রতিরোধে একমাত্র পথ হচ্ছে ঐক্য ও আত্মমর্যাদার পথে ফিরে আসা। সময় এসেছে আত্মজাগরণের।’
কেকে/ এমএস