পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত, জনজীবনে দুর্ভোগ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৩:০০ পিএম

ছবি: খোলা কাগজ
সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে। তবে পটুয়াখালীতে গত চার দিনের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়িগুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত জেলায় ৩২.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। ভোগান্তিতে পড়েছে দিনমজুর ও রিকশাচালক থেকে শুরু করে নিম্ন আয়ের শ্রমজীবরা। ক্ষতির মুখে পড়েছেন বর্ষাকালীন সবজি চাষিরা। এদিকে উপকূলীয় এলাকা দিয়ে এখনো অতিভারী বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস।
তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
কেকে/এএস