থাকব ভালো, রাখব ভালো দেশ বৈধ পথে প্রবাসী আয় গড়ব বাংলাদেশ এ প্রতিপাদ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় টঙ্গীবাড়ী ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি'র আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জয়নুল আবেদীন তালুকদার, টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম, টঙ্গীবাড়ী প্রেস ক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মো. রনি শেখ, আনসার ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী আক্তার, ইসলামী ব্যাংক টঙ্গীবাড়ী শাখার ব্যবস্থাপক আরিফুল ইসলাম প্রমুখ।
কেকে/এএস