সাতক্ষীরায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত রোগী সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান এলাকার মো. মাহফুজার রহমানকে (৬১) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৮ জুন) মাহফুজার রহমান সাতক্ষীরা মেডিকেলে ভর্তি হন। তার চিকিৎসা চলছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত বিষয়টি নিশ্চিত করেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত ই খোদা বলেন, মাহফুজার রহমান শারীরিকভাবে অনেকটাই দুর্বল। তার ডায়াবেটিস, হার্ট ও কিডনির সমস্যা রয়েছে। চিকিৎসা চলছে।
তিনি আরো বলেন, মেডিকেলে করোনা পরীক্ষা চলছে। উপসর্গ দেখা দিলে সময়ক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তিনি আরো বলেন, করোনা প্রতিরোধে সবাইকে সতর্ক হতে হবে। নিয়মিত মাস্ক ব্যবহার করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
কেকে/এএস