বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      
দেশজুড়ে
সালিশে ঢেকে নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ৪:৩৫ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফরদাবাদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শালিশে ডেকে নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় দুই গ্রুপের কমপক্ষে ২০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

রোববার (১৫ জুন) সকাল ১০টায় ইউনিয়ন বিএনপি নেতা সালাউদ্দিন ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য শিপনসহ গ্রামবাসী আহত হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফরদাবাদ এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্র থেকে জানা গেছে, উপজেলার ফরদাবাদ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল।  

আজ রোববার সকাল ৯ টায় সালিশের ডাক দেয় রুপসদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসা হায়দার। বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য শিপন তার লোকজন নিয়ে ফরদাবাদ শান্তির বাজারে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় ফরদাবাদ ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি সালাউদ্দিন। এতে শিপন গ্রুপের ১৩ জন ও সালাউদ্দিন গ্রুপের ৩ জন আহত হয়। শিপন গ্রুপের  ২ জনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ  করা হয়।

অভিযোগ রয়েছে, শিপনের লোকজন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চলে আসলে ছয়টি বাড়িতে হামলা চালিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল লুটপাট করে সালাউদ্দীনের লোকজন। এমনকি বেশকিছু ঘরবাড়ি ভাঙচুর করে।

হামলায় আহতদের স্বজনরা জানান, সালাউদ্দিন দলের নাম ভাঙ্গিয়ে ৫ আগষ্টের পর থেকে একের পর এক অপরাধ করে আসছে। চাঁদাবাজি ছাড়া তার গ্রুপের অন্যকোনো কাজ নেই। বাঁধা দিলেই বিপত্তি বাঁধে। এ বিষয়ে অভিযুক্ত সালাউদ্দিনের পক্ষের কথা বলতে চাইলে কেউ বলতে রাজি হননি।

আহতরা হলেন- ইমন, শাহপরান, শিশু মিয়া, সোহেল, ফারুক, সাদ্দাম, রোহেল, সালাউদ্দিন, মামুন, সালমা, আখি আক্তারসহ অজ্ঞাত আরো ১০/১২ জন।

হামলার বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম.ম ইলিয়াস বলেন, আধিপত্য বিস্তার কিংবা ভুলবোঝাবুঝির কারণে এমন হামলা হতে পারে। দুই গ্রুপের লোকজনই বিএনপির। আমি বিস্তারিত জেনে পরে জানাব।

আজকের হামলা নিয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, ফরদাবাদ ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সংবাদ পেয়ে পৃথক দুটি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। পরবর্তী সংঘর্ষ এড়াতে উভয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় কোন পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাই নাই।  অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এএম



আরও সংবাদ   বিষয়:  সালিশ   ঢেকে নিয়ে সংঘর্ষ   আহত ২০  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জাকসু নির্বাচনে শিবিরের নেতৃত্বে প্যানেল ঘোষণা
ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
বিদ্যুতের তার যেন চড়ুই পাখির অভয়াশ্রম
রূপায়ণ সিটি ও বার্জার পেইন্টসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close