বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের উদ্যোগে সারা দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেন।
শুক্রবার (১৩ জুন) দিনব্যাপী ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফেনী জেলা ছাত্রদল নেতা নাসির উদ্দীন সোহাগের উদ্যোগে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত ১৫ দিনব্যাপী সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ছনুয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ, শিক্ষার্থী এবং বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের অন্য নেতৃবৃন্দ।
সারা দেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে যা বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে উল্লেখ করা হচ্ছে।
কেকে/এএস