রবিবার, ৩ আগস্ট ২০২৫,
১৯ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

রবিবার, ৩ আগস্ট ২০২৫
শিরোনাম: এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ      নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি      এক দফা ঘোষণা      চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      
দেশজুড়ে
এবারো চামড়া সিন্ডিকেট সক্রিয়
মৌলভীবাজারে পানির দরে বিক্রি হচ্ছে চামড়া, মানা হচ্ছে না সরকার নির্ধারিত দাম
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ৮ জুন, ২০২৫, ২:০৫ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

মৌলভীবাজার জেলাজুড়ে কুরবানির পশুর চামড়া কেনাবেচায় চলছে ভয়াবহ সিন্ডিকেটের দৌরাত্ম্য। সরকার নির্ধারিত দাম থাকলেও তা মানছেন না আড়তদাররা। মৌসুমি চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, ইচ্ছেমতো দাম নির্ধারণ করে তাদের ‘পানির দামে’ চামড়া বিক্রি করতে বাধ্য করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, মাত্র গুটিকয়েক আড়তদার সিন্ডিকেট গড়ে মৌলভীবাজার জেলার চামড়ার বাজার নিয়ন্ত্রণ করছে। এতে চামড়ার প্রকৃত মূল্য না পেয়ে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। তদারকির অভাবে সরকার নির্ধারিত দাম কার্যকর হয়নি বলে অভিযোগ তাদের।

সরকার প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করলেও আড়তদাররা সেটি মানছেন না। ঈদের দিন শনিবার (৭ জুন) বিকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডসসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, শত শত মৌসুমি ব্যবসায়ী ট্রাক, রিকশা ও অটোভ্যানে করে চামড়া নিয়ে এসেছেন। কিন্তু আড়তদাররা ৫০ থেকে সর্বোচ্চ ২৫০ টাকায় প্রতিটি গরুর চামড়া কিনতে আগ্রহ প্রকাশ করছেন।

গরুর চামড়া ৫০ থেকে শুরু করে সর্বোচ্চ সর্বোচ্চ ৩০০ টাকায় বিক্রি হয়েছে। ছাগলের চামড়া কেউ বিক্রিই করতে পারেননি বলে অভিযোগ ওঠেছে।

এবারো চামড়ার বাজারে ধস নামায় বঞ্চিত হয়েছেন দুস্থরা। এতে মৌসুমি ব্যবসায়ীরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

মৌলভীবাজার শহরের জামেয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লা বোডিং এর প্রিন্সিপাল মুফতি হাবিবুর রহমান বলেন, গতবছর আমাদের মাদ্রাসায় ৭০০ চামড়া সংগ্রহ করেছিলাম। কিন্তু ন্যায্য দাম পাইনি। এবারও কয়েকশ চামড়া সংগ্রহ করেছি, কিন্তু ন্যায্য দাম নিয়ে বড় দুশ্চিন্তায়। চামড়া ব্যবসায়ীরা এবারও সিন্ডিকেট গড়ে তুলেছেন, ১০০ থেকে সর্বোচ্চ ৩০০ পর্যন্ত প্রতি পিস বড় গরুর চামড়ার দর তারা আমাদের জানিয়েছেন । ক্রেতাদের মাঝে চামড়া কেনার কোনো আগ্রহ উদ্দীপনা নেই। আমরা চামড়া ব্যবসায়ীদের বললাম সরকার যে দর নির্ধারণ করেছে আপনারা তো এর ধারেকাছেও নেই। তারা বলছে এসব ভুয়া। কাজেই এবারও আমরা চামড়া ন্যায্যমূল্যর বিক্রি করতে পারছি না।

শ্রীমঙ্গল শহরতলীর রামনগর ছওতুল হেরা মাদ্রাসা থেকে শতাধিক চামড়া নিয়ে আসা মাদ্রাসার পরিচালক  মাওলানা আব্দুর রাজ্জাক দৈনিক খোলা কাগজকে বলেন, মাদরাসার এতিম-গরিব ফান্ডের জন্য ৮০টি চামড়া নিয়ে চামড়া ব্যবসায়অদের দুয়ারে দুয়ারে ঘুরছি। কেউ গুরুত্বই দিচ্ছে না। দুয়েকজন চামড়া ব্যবসায়ী কেনার আগ্রহ প্রকাশ করলেও গড়ে গরুর দাম বলছেন ৫০ থেকে সর্বোচ্চ ২০০ টাকা। আর ছাগলের চামড়া কেউ কিনবেন বলে পরিষ্কা  জানিয়ে দিয়েছেন। সিন্ডিকেটের কারণে এবারও পানির দরে চামড়া বিক্রি করতে তারা বাধ্য করছেন। সারাদিন ঘুরে ঘুরে চামড়া সংগ্রহ করে এত অল্প দামে চামড়া বিক্রি করলে পিকআপের ভাড়াও ওঠবে না। এই সিন্ডিকেটের মাধ্যমে গরিব দুস্থের হক নষ্টকারী ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান ওই শিক্ষক।

শহরের হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসা ও বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসা কমিটির সভাপতি মোহাম্মদ শাহিন আহমেদ বলেন, আমাদের মাদ্রাসায় এবার শতাধিক চামড়া সংগ্রহ করা হয়েছে। কিন্তু গড়ে সর্বোচ্চ ৩০০ দরে প্রতি পিস চামড়া বিক্রি করতে হয়েছে। ভেবেছিলাম এবার সরকার কর্তৃক নির্ধারিত দামে বিক্রি করে ন্যায্য মূল্য পাবো, কিন্তু সিন্ডিকেট থেকেই গেলো। একটি সিন্ডিকেট তাদের মনোপলি দিয়ে ইচ্ছেমতো দাম নির্ধারণ করছে। সরকারের নির্ধারিত মূল্য কার্যকর করা যাচ্ছে না। অবিলম্বে ব্যবস্থা নিতে হবে

মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার মুহিবুল ইসলাম জানান, তিনি এবার ১ লাখ ৯০ হাজার টাকায় গরুর চামড়া ২০০ টাকায় বিক্রি করেছেন।

কমলগঞ্জের শমসেরনগর এলাকার আব্দুস শহিদ বলেন, শমসেরন ইউনিয়নের বিভিন্ন এলাকায় সর্বোচ্চ ২৫০ টাকা দরে চামড়া বিক্রির খবর শোনা গেছে। তিনি নিজেও তার কোরবানির পশুর চামড়া ২৫০ টাকা দরে বিক্রি করেছেন। তিনি ২ লাখ ২০ হাজার টাকা দিয়ে গরু কিনেছিলেন।

মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার শিক্ষক আব্দুস শহিদ বলেন, মৌলভীবাজার জেলায় বেশির ভাগ এলাকায় গরুর চামড়া সর্বোচ্চ ৩০০ টাকা দরে বিক্রি হয়েছে।

শ্রীমঙ্গল কলেজ রোড এলাকার আবুল হোসেন জানান, তিনি ৩ লাখ ৮০ হাজার টাকা দামের গরু দিয়ে কোরবানি দিয়েছেন। তার গরুর চামড়া বিক্রি করেছেন মাত্র ২৫০ টাকায়।

শ্রীমঙ্গল শহরের চামড়া ব্যবসায়ী লায়েক মিয়া বলেন, তিন প্রায় সাত শতাধিক গরুর চামড়া কিনেছেন গড়ে ৫০ থেকে ২৫০ টাকা দরে। তার সবগুলো চামড়াতে শ্রমিক দিয়ে লবণ যুক্ত করতে হবে। এতে পরিবহন খরচ ও শ্রমিকের পারিশ্রমিকের কারণে চামড়ার ক্রয়মূল্য বেড়ে যাবে।

সদর ইউনিয়নের ভাড়াউড়া এলাকার চামড়া ব্যবসায়ী খলিল মিয়া ও আরেক চামড়া ব্যবসায়ি রফিকু মিয়া জানান, তারা স্টেশন রোডসহ বিভিন্ন এলাকা থেকে কয়েকশ চামড়া কিনেছেন। প্রতি পিস চামড়া ৮০-২৫০ টাকা দরে।

তারা বলেন, চামড়া সংরক্ষণের জন্য লবণ ও অন্যান্য খরচ বাবদ প্রতিটি চামড়ায় ৪০০-৫০০ টাকা খরচ পড়ে। তাই সরকারের নির্ধারিত দামে চামড়া কেনা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সরকার যে দর নির্ধারণ করেছে এর অর্ধেক দামেও যদি সরকার কিনে আমি বিক্রি করবো।

জেলার মৌসিমী চামড়া ব্যবসায়ীরা বলছেন আমরা যে দামে চামড়া কিনেছি এই দামে আড়তদারা কিনছেন না, আমরাও লোকসানের শিকার

চামড়া বাজারের এই নৈরাজ্যের বিরুদ্ধে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের।

মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ দফতরের তথ্য অনুযায়ী, এবার মৌলভীবাজার জেলায় ৭০ হাজারের বেশি হাজার গবাদি পশু কোরবানি দেওয়া হয়েছে। অথচ এই বিশাল চামড়া বাজারে কার্যকর কোনও মনিটরিং ছিল না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষ থেকেও তৎপরতা না থাকায় বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকানো যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত চিকিৎসক আবুল হোসেন বলেন, ২০ বছর আগে যেই চামড়া হাজার টাকায় বিক্রি হতো, সেটা গত কয়েক বছর ১০০-২০০ টাকায় বিক্রি হয়েছে। এবারও পানির দরে চামড়া বিক্রি হচ্ছে। কিন্তু এটা কি যথেষ্ট? সরকার যদি সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে এই উন্নতিও স্থায়ী হবে না।

জানতে চাইলে মৌলভীবাজার জেলা প্রশাসক দৈনিক খোলা কাগজকে বলেন, কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট ভাঙ্গতে মাঠে ম্যাজিস্ট্রেস্ট, ইউএন ও সেনাবাহিনী তৎপর রয়েছেন। অনিয়ম দৃষ্টিগোচর হলেও অভিযুক্তদের বিরুদ্ধে আইনুগ ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  চামড়া সিন্ডিকেট   চামড়া   কুরবানি   সরকার   নির্ধারিত দাম  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ
নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি
এক দফা ঘোষণা
ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে মা—ছেলের মৃত্যু
‘জনগণই খুনি হাসিনাকে গণভবন থেকে নামিয়ে এনেছে’

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরের প্রভাবশালী আ.লীগ নেতা পঁচা দেলু গ্রেফতার
উখিয়ায় জামায়াতের পথসভায় জনস্রোত
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close