পবিত্র ঈদুল আজহার র্দীঘ ছুটিকে ঘিরে পাহাড়, মেঘ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে বান্দরবানে পর্যটকরা বুকিং করছে হোটেল-মোটেল রির্সোটগুলো। সম্প্রতি অতি বৃষ্টিতে পর্যটক কমে গেলেও এবার ঈদের ছুটিতে বান্দরবানে প্রচুর পর্যটকের ঢল নামবে বলে প্রত্যাশা করছে পর্যটন ব্যবসায়ীরা, আর পর্যটকদের সার্বিক নিরাপত্তায় প্রস্তুত রয়েছে ট্যুরিস্ট পুলিশ।
শান্তি সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত বান্দরবান, যেখানে সুউচ্চ পাহাড়, ঝরর্ণা, মেঘ আর আকাশের সৌন্দর্য্য ও অবিরাম ছুটে চলা নদীর সৌন্দর্য্য বিমোহিত করে যেকোন পর্যটককে। সরকারি যেকোন বন্ধে তাই বান্দরবানের হোটেল-মোটেল আর পর্যটনকেন্দ্রগুলো ভরপূর হয়ে ওঠে দেশী বিদেশী পর্যটকদের পদচারণায়। এদিকে এবারের ঈদুল আজহার দীর্ঘ ছুটিকে ঘিরে ইতিমধ্যে বান্দরবানের হোটেল-মোটেল রির্সোটগুলোর ৬০শতাংশ রুম অগ্রীম বুকিং করেছে পর্যটকরা, ঈদ পরবর্তী আরো পর্যটক বান্দরবানে ভ্রমনে আসবে বলে প্রত্যাশা পর্যটন ব্যবসায়ীদের।
জেলা সদরের হিলটন হোটেলের ম্যানেজার এস এম আক্কাস উদ্দিন জানান, আমাদের হোটেলের ৭২টি রুমের মধ্যে প্রায় ৬০ শতাংশ বুকিং হয়ে গেছে আর ঈদের পরের দিন থেকে আরো পর্যটক বান্দরবানে ভ্রমনে আসবে বলে আমাদের প্রত্যাশা।
বান্দরবানে পাহাড়ের মনোরম পরিবেশে তৈরি ক্লাউডি ইন রির্সোট এর ম্যানেজার মো.হাসান জানান, ঈদুল আজহার ছুটি উপলক্ষ্যে আমাদের বেশিরভাগ রুম বুকিং হয়েছে। ৮ তারিখ থেকে ২০তারিখ পর্যন্ত আমাদের ৭০-৮০ শতাংশ রুম অগ্রীম বুকিং রয়েছে। তিনি আরো জানান, সম্প্রতি অতি বৃষ্টিতে বান্দরবানে পর্যটক কম ছিল তবে ঈদে আবহাওয়ায় ভালো থাকলে প্রচুর পর্যটক আসবে আর আমরা ভালো ব্যবসা করতে পারবো।
দ্যা ভ্যাকেশান ইন এর ম্যানেজিং ডাইরেক্টর আদনান সেলিম জানান, ঈদের জন্য আমাদের হোটেলের রুমগুলো আমরা নতুনভাবে সাজসজ্জা করেছি এবং আশাকরি পর্যটকরা বান্দরবান ভ্রমনে এবার আরো আনন্দ পাবে।
পর্যটকদের ভ্রমনে আকৃষ্ট করতে বান্দরবান জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় পাহাড়ের আনাছে কানাচে গড়ে ওঠছে অত্যাধুনিক হোটেল-মোটলে আর কটেজ, আর পর্যটকদের সার্বিক সহযোগিতার আশ্বাস পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। বান্দরবান আবাসিক হোটেল অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মো.জসীম উদ্দিন বলেন, বান্দরবানে দিন দিন নতুন নতুন হোটেল-মোটেল আর রির্সোট গড়ে ওঠছে, আর পর্যটকদের বিনোদনের জন্য আমরা আবাসিক হোটেল অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন সবসময় প্রস্তুুতি নিয়ে রাখি।
ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান রিজিয়ন সবসময় পর্যটকদের সেবায় কাজ করে যাচ্ছে।
তিনি আরো জানান, বান্দরবানের যে পর্যটনকেন্দ্রগুলো রয়েছে বিশেষ করে মেঘলা, নীলাচল, প্রান্তিকলেক, চিম্বুক, শৈলপ্রপাতসহ গুরুত্বপূর্ণ পয়েন্টেগুলোতে পোষাকধারী ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সাদা পোষাকেও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছে।
পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী আরো জানান, কোন পর্যটক বান্দরবানে ভ্রমন করতে এসে কোন সমস্যার সম্মুখীন হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ট্যুরিস্ট পুলিশ এর সদস্যরা তাদের সার্বিক সহযোগিতা করে থাকে।
কেকে/ এমএস