সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
দেশজুড়ে
প্রাণিসম্পদের মোবাইল ভেটেরিনারি ক্লিনিক
কাগজে-কলমে সেবা, বাস্তবে দেখা নেই
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৯:৫৮ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে আসন্ন ঈদুল আজহার পশুর হাটে প্রাণিসম্পদ কার্যালয়ের পশু সেবা কার্যক্রম নেই। প্রতিবছর কুরবানির আগে নিরাপদ ও সুস্থ পশু বাজারে ক্রয়-বিক্রয় এবং পশুর বর্জ্য অপসারণে নির্দেশনা দেওয়া হয়। কিন্তু সবই যেন খাতায় লিপিবদ্ধ। কাজের কাজ কিছুই করছেন না তারা। তাই বলা চলে চলে কাজীর গরু খাতায় আছে, গোয়ালে নেই!

প্রাণিসম্পদ দফতর উপজেলায় স্থায়ী ও অস্থায়ী ২৯টি পশুরহাটে ৮টি মনিটরিং দল গঠন করে বাজার তদারকি করার কথা। কিন্তু বাস্তবে তদারকির কিছুই নেই। দল গঠন করলেও তা অনেকটাই কাগজে-কলমে। বাস্তবে তার কোনো প্রতিফলন মেলেনি। ফলে পশুর স্বাস্থ্যসেবার বালাই নেই বললেই চলে।

শনিবার (৩১ মে) উপজেলার নাজিরহাট বাজারে তাদের কোনো সেবা কার্যক্রম দেখা যায়নি। ২ জুন উপজেলা সদরের বিবিরহাট বাজারে তাদের কোন কার্যক্রম ছিল না। অথচ রাত অবধি প্রচুর পশু বেচাকেনা চলেছে। একইভাবে ২ জুন চামার দিঘীর অস্থায়ী বাজারে সরেজমিনে গিয়ে ভেটেরিনারি হাসপাতালের কোনো টিমের সদস্যের দেখা যায়নি।

জানা গেছে, তারা কোথাও পশুর সেবা দিয়েছেন এমন নজিরও নেই। অনেকের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। বিবিরহাট বাজারের গরু বিক্রেতা মো. সমির বলেন, বিক্রি করতে আনা একটি গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমি কোনো প্রাণিসম্পদ কার্যালয়ের ডাক্তারকে পাইনি। পরে একজন গ্রাম্য ডাক্তার দিয়ে অসুস্থ গরুকে সুস্থ করে তুলেছি। ততক্ষণে আরেকটি গরু রোগাক্রান্ত হয়ে পড়েছে।

নাজিরহাট বাজারের গরু বিক্রেতা মো. আকবর আলী বলেন, ভেটেরিনারি হাসপাতালের টিমের কোনো কার্যক্রম বাজারে কোন দিন দেখা যায়নি। খবর নিয়ে জানা গেছে, তারা মাঝে মধ্যে আসলেও ৫০০ থেকে ১০০০ টাকা ফি নিয়ে নামমাত্র সেবা দেন। এভাবে চরম অবহেলায় আমাদের পশুর দিন কাটে।

মনিটরিং দলের সদস্য মো. শফিকুর রহমান বলেন, আমরা নিয়মিত বাজারে টহলে থাকি। তবে অনেকেই আমাদের চেনেন না বা বিষয়টি সম্পর্কে জানেন না। তবে আমরা কাজের বিষয়ে সচেতন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল মমিন বলেন, আমাদের দফতরে লোকবল কম। তারপরেও আমরা চেষ্টা করছি পশুরহাটে স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখতে। গঠিত ৮টি দল তাদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে। তবে কিছু ক্ষেত্রে মাঠ কর্মীদের অবহেলার কথা শুনা যায়। তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এটি চরম অন্যায়। সরকারের কোনো কর্মকর্তা-কর্মচারী এমনটি করতে পারেন না। আনীত অভিযোগের বিষয়ে খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close