ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ জুন) বিকালে মানিকপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাহেরচর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব হাজী গিয়াস উদ্দিন সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সাবেক ভিপি দেওয়ান মো. নাজমুল হুদা।
সাবেক ভিপি দেওয়ান মো. নাজমুল হুদা বলেন, ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই।
বৈরি আবহাওয়ার মধ্যেও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জিসান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর ফারুক, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মনিরুল ইসলাম আব্দুল্লাহ, উপজেলা জাসাসের আহ্বায়ক এম.এ সালাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম ফাহাদ, যুবদল নেতা হাসান সরকার, বিএনপি নেতা শিরণ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন, মো. জাকারিয়া, মো. আতিকুর রহমান, মো. আলাউদ্দিন, মো. আতাউর, দেওয়ান মো. আজমুল হুদা, শাহ আলম সিকদার, সেন্টু মিয়া, শহিদ মিয়া, আলাউদ্দিন, মহিউদ্দিন, জিয়াউর রহমান, রাজিম, সজিব রাসেল, ইয়াসিন, রুবেল, রাকিব মাহমুদ, রিফাত, আলী হোসেন, শুকুর আলী, আবুল, সুমন, সরকার, ফয়সাল আলম, আলাউদ্দিনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,"আজ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই মহান দেশপ্রেমিক নেতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি একনায়কতন্ত্র ভেঙে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর শাহাদাত আমাদের জন্য অনুপ্রেরণা, গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতি।
বক্তারা আরো বলেন যারা তাঁকে ষড়যন্ত্র করে হত্যা করেছে, তারা চেয়েছিল তাঁর আদর্শ ও অবদান ভুলিয়ে দিতে। কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না। শহিদ জিয়ার নাম এই দেশের মানুষের হৃদয়ে চিরঞ্জীব।
আজ আমরা শপথ করি—তাঁর দেখানো পথে চলব, গণতন্ত্র রক্ষা করব এবং বাংলাদেশের মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেব ইনশাআল্লাহ।
জয় হোক শহিদ জিয়ার আদর্শের। জয় হোক গণতন্ত্রের।
কেকে/এআর