দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বর্ষণে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় বান্দরবানের লামা উপজেলার সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১ জুন) বিকালে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনার এক জরুরি বৈঠক শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ নির্দেশনা জারি করেন।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইন উদ্দিন জানান, টানা ভারী বর্ষণের কারণে বান্দরবানে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে আর সেই সাথে পাহাড়ি এলাকার সড়কগুলো বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ হয়েছে উঠেছে। ভারী বর্ষণে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে ও পর্যটকদের নিরাপত্তায় উপজেলার বিভিন্ন স্থানের পর্যটনকেন্দ্র দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান,পর্যটকরা যাতে এই বৈরী আবহাওয়ায় ঝুঁকিপূর্ণভাবে পর্যটন কেন্দ্রগুলোতে যেতে ও রাত্রি যাপন করতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে।
প্রসঙ্গত, পর্যটকদের বিনোদনের জন্য ও পাহাড়ের মনোরম পরিবেশে রাত্রী যাপনের জন্য বান্দরবানের লামা উপজেলার দুর্গম মিরিনজা পাহাড়, সুখিয়া ভ্যালি ও মাতামহুরী নদীর বিভিন্ন পয়েন্টসহ উপজেলার বিভিন্নস্থানে গড়ে উঠেছে অসংখ্য পর্যটনকেন্দ্র আর এই পর্যটনকেন্দ্রগুলোতে প্রতিদিন ভ্রমণ করে অসংখ্য দেশি-বিদেশি পর্যটক।
কেকে/ এমএস