শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      
রাজনীতি
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : আমান উল্লাহ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ৭:২৭ পিএম আপডেট: ০১.০৬.২০২৫ ৭:২৯ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, এই দেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার আইন করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে।

শনিবার (১ জুন) কেরানীগঞ্জের কোনাখোলায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও বাস্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, দেশের ক্রান্তিকালে জিয়া পরিবারই জাতির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। ১৯৭১ সালে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশের নেতৃত্বে এগিয়ে আসেন। পরবর্তীতে স্বৈরাচার এরশাদের পতনের জন্য নয় বছর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন পরিচালিত হয় এবং ৯০-এর গণ-অভ্যুত্থানে জিয়া পরিবার পুনরায় দেশের নেতৃত্ব গ্রহণ করে।

তিনি আরো বলেন, সর্বশেষ জুলাই বিপ্লবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনের যাত্রা শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকার জনগণের উপর দমন-পীড়ন চালিয়েছে, হাজারো ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, বহু নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে আমান বলেন, আমি নিজেও ১১ বার কারাবরণ করেছি। যারা এখন নির্বাচন থেকে দূরে সরে আছে, তারা জানে জনগণের রায় তাদের বিপক্ষে যাবে। বিএনপির ভোট ব্যাংক এখনো দেশের ঘরে ঘরে রয়ে গেছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহসভাপতি হাজী শামীম হাসান, নাজিম উদ্দিন, হাজী রুহুল আমিন, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র সহসাধারণ সম্পাদক মনিরুল হক মনির, বিএনপি নেতা সেলিম রেজা, আবুল হাসনাত, শামসুল হক লিটন, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়ালিউল্লাহ সেলিম, শেখ জুয়েল, জানে আলম সুমন প্রমুখ।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পাংশায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৪
ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে ডিআইইউতে সেমিনার
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’
উখিয়ায় জামায়াতের পথসভায় জনস্রোত
বিএনপি ক্ষমতার রাজনীতি করে না: চন্দন

সর্বাধিক পঠিত

সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র
গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close