ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ না করায় ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাবিদ উদ দৌলা ও চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলার গ্রেফতারের দাবিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন শ্রমিকরা। রোববার (১ জুন) দুপুর ২টায় গাজীপুর মহানগরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম বলেন, চুক্তি ভঙ্গের দায়ে ২০২৪ সালে রাষ্ট্রপক্ষের করা মামলায় গত ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে শ্রম আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেও এখনো মালিকদের গ্রেফতার করা হয়নি।
তিনি আরো বলেন, কারখানাটি এক বছর আগে বন্ধ হয়ে গেছে। কিন্তু এখনো নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিটসহ সব ধরনের পাওনা আটকে রেখেছে মালিকপক্ষ। শ্রমিকরা দীর্ঘদিন ধরে দ্বারে দ্বারে ঘুরছে। আমরা মালিকের সম্পত্তি বাজেয়াপ্ত করে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি জানাচ্ছি।
কারখানার মেকানিক্যাল ডেপুটি ম্যানেজার সবিমল ঘোষ বলেন, ২০১১ সাল থেকে এখানে কাজ করছি। এখনো পাঁচ মাসের বেতন, প্রভিডেন্ট ফান্ড ও সার্ভিস বেনিফিট পাইনি। পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে, প্রতিদিন খাবার জোগাড় করাও দুরূহ।
ডার্ড গ্রুপের কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশের শ্রীপুর জোনের ইনস্পেক্টর আব্দুল লতিফ খান বলেন, শ্রমিকরা দীর্ঘদিন ধরেই পাওনা আদায়ের দাবিতে আন্দোলন করছেন। আজকের বিষয়টি মেট্রোপলিটন পুলিশ দেখবে।
এদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় জিএমএস টেক্সটাইল লিমিটেডে শ্রমিক আন্দোলনের পর কর্তৃপক্ষ দুই দিনের ছুটি ঘোষণা করেছে।
শনিবার রাতে কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা এম গোলাম মোস্তফা এক নোটিশে রোববার ও সোমবার ছুটি ঘোষণা করেন এবং শ্রমিকদের ১২ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।
কালিয়াকৈর থানার পরিদর্শক মো. জোবায়ের বলেন, কারখানাটি রোববার ও সোমবার বন্ধ থাকবে। মঙ্গলবার থেকে যথারীতি চালু হবে।
কেকে/এএম