অবৈধভাবে মজুত করার অভিযোগে জামালপুরের ইসলামপুরে যৌথ বাহিনী অভিযানে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিডির ৬০৩ বস্তা চাল জব্দ হয়েছে।
শুক্রবার (৩০ মে) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরকারি চাল অবৈধভাবে মজুত করার খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ইসলামপুর সদর ইউনিয়নের চাল ব্যবসায়ী আজগর আলী ও আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায়।
এ সময় তাদের বাড়ি থেকে ভিজিডি কার্ডের সীলযুক্ত ৬০৩ বস্তা চাল উদ্ধার করা হয়। সেনাবাহিনীর দায়িত্বে থাকা ক্যাপ্টেন আহসান সেরনিয়াবাতের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আরো উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেকার।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সদর ইউনিয়নের কাচিহারা মধ্যপাড়া গ্রামের আজগর আলীর ছেলে আনোয়ার সরকারি চাল কেনা-বেচা করে আসছে।
বিভিন্ন সময়ে হতদরিদ্রদের মাঝে বিতরণ করা চালসহ সরকারের বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে ক্রয় করে কালোবাজারি করার জন্য তার বসত দুটি ঘরে মজুত করে রাখতো। পরে সেখান থেকে ট্রাকে বিভিন্ন খাদ্য গোডাউন, রাইছ মিল ও চালের ডিলারদের কাছে বিক্রি করতো।
অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত চাল মজুতকারীরা পালিয়ে যায়। জব্দকৃত চাল ইসলামপুর থানা পুলিশের জিম্মায় রয়েছে।
এব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, এ ঘটনা তদন্ত সাপেক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/এআর